1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদ্রাসা বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

ইভা,নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিশাল আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।৪ মার্চ (সোমবার) বিকাল ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিয়া মাদ্রাসা ফোরামের উদ্যোগে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ছেলেদের স্কুল মাঠে বিজ্ঞান মেলা এবং মেয়েদের স্কুলের দ্বিতীয় ভবন রুম গুলোতে বিজ্ঞান মেলা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মহাপরিচালক (অতিরিক্ত সচিব)মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর। তিনি বক্তব্যে বলেন এখানে যারা বিজ্ঞানমেলা আয়োজন করেছেন তাঁরা কিন্তু বিজ্ঞানী না কিন্তু এ বিজ্ঞান মেলার প্রজেক্টরের মাধ্যমে নিজেরদেরকে একজন ক্ষুদ্র বিজ্ঞানী মানুষ হিসাবে হাজির করেছেন।শুরুটা কিন্তু ছোট থেকে হয় কিন্তু কোথায় গিয়ে ঠেকবে কেউই জানে না। অবিকল স্বভাবেনার অবিকল সৃষ্টি। আশরাফুল মাখলুকাত এজন্যই বলা হয়েছে। তাদের ক্ষমতা এমন ভাবে দিয়েছে যে আল্লাহ তাদের কল্পনা শক্তি,তাদের বিবেচনা শক্তি, তাদের মেধাশক্তি, তাদের মেধা তাদের দৃঢ়শক্তি এগুলো দিয়ে তারা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে এই শিক্ষার্থীরা।। ফলে আমাদের কাজ হচ্ছে হযরত আলী একটা কথা বলেছে তোমাদেরকে মাথা দেওয়া হয়েছে চিন্তা করার জন্য।আজকে আমরা এখানে যারা আছি তারা আমাদের সামনে যে প্রজন্ম তারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। উপজেলা এর মধ্যে বলেছে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে বলেছেন।স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনার কথা বলা হয়েছে যদি করতে হয় সামনে যারা বসে আছে তাদেরকে প্রস্তুত করতে হবে।তাদেরকে প্রস্তুত করবে কারা আমাদের শিক্ষক মন্ডলী। শিক্ষক মন্ডলীকে ও সেভাবে স্মার্ট হতে হবে। আমাদের শিক্ষার্থীদের কে স্মার্ট করতে হয় যদি বলা হয় স্মার্ট কাকে বলে এটা শুধুমাত্র একটা বাংলা শব্দ দিয়ে তার ব্যাখ্যা করা যাবে না।  শব্দটার অর্থ অনেক ব্যাপক।আমাদের প্রত্যাশা অনেক ২০৪১ সালে যেটাকে আমরা বলি ভিশন টুয়েন্টিফোর এগিয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের মাদ্রাসা কখনো পিছিয়ে থাকবে না।তাঁরা যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে।দেখবেন বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা সুযোগ পাবে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিনুল ইসলাম,সহ সভাপতি,রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসা।

আরো উপস্থিত ছিলেন নূরুননবী,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ, ইউনুস ফারুকী জেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ, নিজাম উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।প্রধান বক্তা হিসেবে ছিলেন দেদারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,নারায়ণগঞ্জ সদর, আমন্ত্রিত অতিথি ছিলেন এসএম আবু তালেব মাধ্যমিক শিক্ষা অফিসার,নারায়ণগঞ্জ সদর, শাহজাহান মিয়া,অধ্যক্ষ ইসলামিয়া কামিল মাদ্রাসা,এ.কে.এম ছাইফুল্লাহ,অধ্যক্ষ দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓