নুহু ইসলাম,স্টাপ রিপোর্টারঃ
১৯৬১ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর ২০২২-২০২৩ ইং মেয়াদের বার্ষিক সাধারন সভা ও ২০২৩-২০২৪ ইং মেয়াদের নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত।রবিবার ৩১ডিসেম্বর সকাল ১১ টায় প্রেসক্লাব ভবনের ড. আত্ হার উদ্দিন মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে সভায় সাধারন সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মো. আতিকুর রহমান।সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি জাকির হোসেন,নবনির্বাচিত সভাপতি জাফর খান,সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন,সাবেক সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স,যুগ্ম সাধারন সম্পাদক আফরিন জাহান নিনা, আজীবন সদস্য সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস প্রমুখ। শেষে নতুন কমিটির সভাপতি জাফর খান এর হাতে প্রেসক্লাবের রেজুলেশন ও নোটিশ খাতা হস্তান্তর করেন বিদায়ী সভাপতি স্বপন ব্যানার্জী।
প্রকাশ গত ২৫ ডিসেম্বর পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৩, ২০২৪ মেয়াদের ১১ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
Leave a Reply