কলমে- মিনতি গোস্বামী
” অফিস থেকে আসার সময় আজ একশো গ্রাম পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা নিয়ে আসবে।
ভুলোনা কিন্তু। ” রমা স্বামী অজয়কে বলে।
‘ না ভুলবো না, ভুললে তুমি আমাকে ছেড়ে দেবে? কালই তো ধনে – জিরে গুঁড়োর প্যাকেট আনলাম।”
” জানি,, কিন্তু আমি তো এখানে পিকনিক করতে আসিনি! সংসার করতে এসেছি। পঞ্চাশ গ্রাম জিরা গুঁড়োর দাম পঞ্চান্ন টাকা।
দেখে তো চক্ষু চড়ক গাছ। এবার থেকে সবজি পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়েই রাঁধবো।
শুধু রিচ কিছু রাঁধলে জিরে ব্যবহার করবো।’
” রমা, তুমি এত ভাবো? ”
‘ ভাববো না ! আমি যদি উড়িয়ে পুড়িয়ে দিতাম,
তাহলে প্রাইভেট কোম্পানির চাকরির তোমার ওই কটা টাকায় সংসার চলতো? ‘
” রমা, আমি ভাগ্যবান তোমার মত স্ত্রী পেয়েছি বলে
Leave a Reply