এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে ধারালো অস্ত্রের আঘাতে জহুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যাক্তি আহত হয়েছে। মঙ্গলবার ১৪ মে সন্ধ্যায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বাবুবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। সে উপজেলার ওই ইউনিয়নের বেড়েরববাড়ি গ্রামের পূর্ব আকন্দপাড়া এলাকার মৃত মোজাম্মেল হক আকন্দের ছেলে।জানা যায়, ঘটনার দিন সকালে স্থানীয় একটি খামার থেকে ভ্যানযোগে গোবর সংগ্রহ করছিলেন জহুরুল। অসাবধারনতা বসত ভ্যানটি ওই গ্রামের মাজেমের ছেলে শাহ আলম (৩২) এর গায়ের উপর উঠতে থাকে। তখন শাহ আলম পাশ কাটিয়ে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। এতেই শাহ আলম ক্ষিপ্ত হয়ে ভ্যান চালককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এমতাবস্থায় ওইদিন সন্ধ্যায় জহুরুল ইসলাম বাজারে গেলে শাহ আলমের সাথে দেখা হয়। তখন সকালে ঘটে যাওয়া ঘটনার জের ধরে আবারও দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে শাহ আলম সহ অজ্ঞাতনামা ৩/৪ জন ধারালো অস্ত্র দিয়ে জহুরুলকে এলোপাতাড়ি আঘাত করে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে খবর পেয়ে ধুনট থানার এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিকটিম চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply