1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিনামূল্যে উফসী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ১/ ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচির আওতায় মোট ৬৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓