1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিবিরের সাবেক সদস্য ও সাথীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বগুড়া ধুনটে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় ২০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ ইসমাইল গ্রেপ্তার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়া ধুনট সরুগ্রামের ইজতেমা জয়পুরহাটে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে আত-তাওহীদ একাডেমির শুভ উদ্বোধন , দোহারে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জনের কারাদন্ড গৌরীপুরে যুবদলের উদ্যোগে গুম খুন বিচারের দাবীতে জনসভা অনুষ্ঠিত ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সেনবাগে রাজু’র চিকিৎসার জন্য দানের সংগ্রহকৃত অর্থের চেক বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

 আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

২০১১ ব্যাচের রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার ব্যাচের বন্ধুরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচের ছাত্রদের অংশগ্রহনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে প্রথমে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বিগত এক মাস ধরে সংগ্রহকৃত অর্থের চেক রাজু’র বড় ভাই সুমন ও সাজু’র হাতে তুলে দেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

চেক বিতরণ অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তার ১১ ব্যাচের বন্ধুরাসহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ও এলাকার দানবীরদের অংশগ্রহণমূলক দানের সম্মিলিত অর্থ ১৭লক্ষ ১৯হাজার ৩৭টাকার তহবিল সংগৃহীত হওয়ার বিরল দৃষ্টান্তের নজির স্থাপিত হয়েছে।

পরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সংগৃহীত অর্থের চেক বিতরণ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ৯৪ ব্যাচের মো: শহীদুল্লাহ্ মিন্টু’র সভাপতিত্বে সঞ্চালনা করেন, ২০০৫ ব্যাচের মো: মোজাম্মেল হক।

আলোচনা সভায় রাজু’র বড় ভাই সুমন বলেন, রাজু’র ব্যাচের বন্ধুরা সহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের,এলাকার ব্যক্তিবর্গ, দেশে ও বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দানের অর্থ আমার ভাই রাজু’র চিকিৎসার জন্য প্রদান করেছেন,তাদের প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উক্ত তহবিল সংগ্রহে প্রত্যক্ষভাবে সার্বিক তত্বাবধানে ছিলেন, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের মো: মোজাম্মেল হক, ২০০৪ ব্যাচের মিঠু ও টিপু।

এসময় উপস্হিত ছিলেন, মরহুম শাহআলম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম ফুটন চৌধুরী, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের আলাউদ্দিন আলো, স্বেচ্ছাসেবী রবিউল ইসলাম রবি, ২০০৭ ব্যাচের নাজমুল ইসলাম মানিক, ২০০১ ব্যাচের আমির হোসেন, ২০০২ ব্যাচের ফাহিম, ২০০৪ ব্যাচের সাজ্জাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓