1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিবিরের সাবেক সদস্য ও সাথীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বগুড়া ধুনটে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় ২০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ ইসমাইল গ্রেপ্তার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়া ধুনট সরুগ্রামের ইজতেমা জয়পুরহাটে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে আত-তাওহীদ একাডেমির শুভ উদ্বোধন , দোহারে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জনের কারাদন্ড গৌরীপুরে যুবদলের উদ্যোগে গুম খুন বিচারের দাবীতে জনসভা অনুষ্ঠিত ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ব্যর্থতার সিঁড়ি ভেঙে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

কলমে– মিনতি গোস্বামী

আমার প্রিয় বান্ধবী পম্পার তার প্রেমিকের সঙ্গে পাঁচ বছর সম্পর্ক থাকার পরও হঠাৎ ব্রেকআপ হলো। এখনকার দিনে ব্রেকআপ জলভাত হলেও দশ বছর আগেও এমন ছিল না। পম্পা খুব উচ্ছল মেয়ে।বেশি কথা বলে এবং মিষ্টি হাসি সব সময়ই তার মুখে লেগে থাকে। কিন্তু ব্রেকআপের পর একেবারে চুপচাপ হয়ে গেছে। আমরা ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হলাম, কারণ ওদের ব্যাপারটা আমাদের বন্ধুরা সবাই জানতাম। এতটাই এগিয়ে ছিল যে দু ‘বাড়ির লোকেরাও জানতো।পম্পার এরকম দশা দেখে ওর মা বাবাও খুব চিন্তিত। তাহলে কি মেয়ে মানসিক রোগী হয়ে যাবে? আমি প্রায় প্রতিদিন গিয়ে তাকে বোঝাই, ” যে তোকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে এত ভাববি কেন? তোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে যদি পীড়া না দেয় , তাহলে তুই কেন এত কষ্ট পাবি? হয়তো তোর পক্ষে ভালোই হয়েছে। ও তোকে যদি মন থেকে ভালোবাসতো, তাহলে এভাবে তোকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করতো না। তোর মত ভালো মেয়ের জীবনে হয়তো ওর থেকে ভালো কেউ আসবে, যে তোকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তুই ঠিক একটা সুখী জীবন পাবি। তুই ওকে ভুলে যা। “কিন্তু পম্পার কোন কথাই যেন কানে ঢোকে না।সে ভ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে থাকে আর চোখের জল ফেলে।ও আমার প্রিয় বান্ধবী, ওকে দেখে আমিও স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারছি না। আমার প্রেমিক দীপককে ওরা ভালো চেনে। দীপক ও পম্পার কথা শুনে মনে মনে কষ্ট পায়। সে বলে, ” ওকে এই অবস্থা থেকে উদ্ধার করতেই হবে। হতাশাগ্রস্থ হয়ে কোনদিন কিছু করে বসতে পারে।” দীপকের বন্ধু মলয় দীপকের মুখ থেকে পম্পার কথা শোনে। পম্পা কৃতি ছাত্রী, দেখতে সুন্দরী।মলয় তাকে বিয়ে করতে রাজী হয় । সে দীপককে বলে, ” পম্পা যদি রাজী হয়, তাহলে সে সবসময় প্রস্তুত আছে। “মলয় পম্পার সঙ্গে একদিন দেখা করতে চায় বলে দীপক জানায় আমাকে। দীপকের কথাতে আমি একটু নড়েচড়ে বসি। পম্পাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করি। প্রথম সপ্তাহে ওকে নিয়ে পার্কে যাই, কিছুক্ষণ সময় কাটাই। পরের সপ্তাহে ওকে নিয়ে আবার সিনেমায় যাই। যদিও সিনেমা হলে মজার সিনেমা দেখেও ও সমানে চোখের জল ফেলেছে। দীপক এরপর একদিন পিকনিকে ওকে নিয়ে যেতে বলে। ওর চরম অনিচ্ছা সত্ত্বেও ওকে নিয়ে যাই পিকনিকে। পিকনিকটা ছিল দীপকের বন্ধুদের। ওখানে গিয়ে দীপক ওর বন্ধু মলয়ের সঙ্গে পম্পার আলাপ করিয়ে দেয়। মলয় খুব মিশুকে ছেলে। দীপক পিকনিক চলাকালীন কায়দা করে পার্কের নির্জন জায়গায় আমাদের নিয়ে যায়। মলয় গান ‘কবিতা দিয়ে মাতিয়ে রাখে।ও খুব ভালো ম্যাজিকও জানে। ওর ম্যাজিক দেখে পম্পাও হেসে ফেলে। এক সময় ওদের দুজনকে রেখে, আমরা কিছুক্ষণ সরে যাই। মলয় কায়দা করে ওর ফোন নম্বর নেয় এবং ওর সঙ্গে আলাপ জমায়। এরপর সারাদিন মজা করে আমরা ঘুরে আসি। দীপকের বুদ্ধি কাজে লাগে। মলয় এরপর থেকে রোজ পম্পাকে ফোন করে। ওর সঙ্গে ফোনে আলাপন চলে। ধীরে ধীরে পম্পাও তার অতীতের কথা বলে মলয়কে। মলয় সব শুনে তাকে গ্রহণ করতে রাজী হলে পম্পা যেন কিছুটা শান্তি পায়।আমি ওকে মলয়ের কথা মুখে কিছুই বলিনি আর, যদিও দীপকের কাছ থেকে রোজ শুনি মলয়ের সঙ্গে সম্পর্কের আপডেটের কথা।প্রায় ছ’মাস পর পম্পা একদিন আমাকে বললো,” তুই ঠিক বলেছিস কেকা, মানুষ কখনো এক জায়গায় থেমে থাকে না। মলয় আমার সব শুনেও আমাকে ভীষণ ভালোবাসে। ওকে আমি এই ছ’ মাসে চিনতে পেরেছি,এই কমাস ধরে ও শুধু আমার কথা শুনেছে।আমাকে একটা দিনও কাছে পাওয়ার কথা ভাবেনি। ও বলেছে,’ আগে তোমার মন আমাকে গ্রহণ করুক, তোমাকে বিয়ে করে আমাদের ঘরে নিয়ে আসি, তবেই আমি তোমাকে কাছে পাওয়ার কথা ভাববো। আগে তো মানুষের মনের কাছে পৌঁছতে হয়।’আমি রাজী আছি রে। তুই শুধু আমার মা বাবাকে কথাটা বল। আমি নিজের মুখে ওদের নতুন করে কিছু বলার সাহস পাচ্ছি না।”পম্পার মুখে এত বড় একটা খুশির খবর শুনে ওকে আমি জড়িয়ে ধরলাম।’ এইতো বীরাঙ্গনার কাজ।নিজের জীবন নিজের মত করে গুছিয়ে নেওয়ার অধিকার যদি ছেলেদের থাকে, তবে মেয়েদেরও আছে। কবে কাকে ভালোবেসেছিস বলে তোর জীবনটা ব্যর্থ হয়ে যেতে পারে না।’দীপকের মধ্যস্থতায় ওদের বিয়ের দিন ঠিক হলো। আর আমি খুশি হলাম প্রিয় বান্ধবীকে সুখী দেখে।ইচ্ছে করে কেউ কারোর জীবন ব্যর্থ করে দিতে পারেনা, একথা পম্পার প্রাক্তন প্রেমিককে জানাবোই, একথা পম্পাকে জানিয়ে দিলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓