এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় সৌরভ হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (১৮ই নভেম্বর) রাতে সদর ইউনিয়নের মাটিকোঁড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সৌরভ হাসান ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
জানা যায়, গত ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ ভাবে ক্ষমতার জোরে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ নির্ধারণ করে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল সেই অবৈধ ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করে। আন্দোলনের কর্মসূচি হিসেবে সেসময়ে বিরতিহীন ভাবে রাজনৈতিক দল গুলো অসহযোগ আন্দোলন শুরু করে। আন্দোলনের অংশ হিসেবে ধুনট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ধারাবাহিক ভাবে পথসভা ও মিছিল করতে থাকে। এর ধারাবাহিকতায় ওই বছরের ২১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ধুনট বাজারে মিছিল শেষে কৃষি ব্যাংকের সামনের ধুনট-শেরপুর রোডের উপরে পথসভায় বিএনপি নেতারা বক্তব্য প্রদানকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা রড, হকিস্টিক, পিস্তল, লাঠি, বাটাম সহ অতর্কিত ভাবে সেই পথসভায় হামলা চালায়। এসময় তারা পথসভা উদ্দেশ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি বেশ কিছু নেতাকর্মী আহত হয়। কিন্তু ওই সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না থাকায় মামলা করতে গেছে পুলিশ মামলা নেয়নি। জুলাই বিপ্লবের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় এ বছরের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মাটিকোঁড়া গ্রামের মৃত রেজাউল করিম তালুকদারের ছেলে নুরুন নবী তালুকদার বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহার ভুক্ত আসামি হওয়ায় সৌরভ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির বিস্ফোরণ মামলায় সৌরভ হাসানকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply