এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বৃহস্পতিবার(১৪ই নভেম্বর) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বেহুলার বাসর ঘর ( ধনিয়ার পাতার) এলাকার কৃষক আবু হোসেন কাজল এর ক্ষেতের ধান কেটে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু।
ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ দুর্বিপাকে এদেশের কৃষক কৃষাণীকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহিদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য অনুরোধ করেন।
কৃষক আবু হোসেন কাজল বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেয়া প্রসঙ্গে গোকুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব খাঁন বলেন, আমরা উপজেলা কৃষক দল ও সদর উপজেলা বিএনপির নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষক কাজল শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলে না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে দিয়েছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যগে অতিতেও পাশে দাঁড়িয়েছে বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন।
ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাজ্জাদুল আলম রতন, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ মুকুল, বিএনপিনেতা হামিদুর রহমান ডাবলু, এবিএম মিলন, শাহজাহান আলী, আতাউর রহমান আতা, শফিকুল ইসলাম, মোতাহার হোসেন মন্টু, শহিদুল ইসলাম রুবেল, বজলুর রহমান, ইসমাইল হোসেন, ছামছুল হক মোল্লা, তাজুল ইসলাম তোতা, এস এম ইকবাল ফেরদৌস ডলার, কৃষকদলনেতা রফিকুল ইসলাম রফিক, আব্দুল বাছেদ, হেলাল মিয়া, হাসান, সাগর, ইসরাফিল, ইউসুফ, আজমল, আছির উদ্দিন, আব্দুল গফুর, জালাল, জাহিদুল, শিউলি, খুকি বানুসহ অনেকে।
Leave a Reply