শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় পলাশবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলো। দন্ডপ্রাপ্তরা হলেন,পলাশবাড়ী বরিশাল ইউনিয়নের ভবানীপুর পূর্ব সরকার পাড়ার মৃত খাদেম সরকার পূত্র রঞ্জু সরকার (৫০) কে দেড় বছর বিনাশ্রম ও ভবানীপুর মধ্যপাড়া মৃত.মোহাম্মদ আলী পুত্র রুবেল মিয়া (৪০) কে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় ১০৫০ টাকা উভয়কে জরিমানা করা হয়।
দেড় বছর কারাদণ্ড প্রাপ্ত রঞ্জু সরকার বাড়ী হতে ৩০ গ্রাম ও রুবেল মিয়া বাড়ী হতে ১০ গ্রাম গাঁজা এবং উভয়ের নিকট হতে সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। দন্ড প্রদান শেষে উক্ত দু’জনকে গাইবান্ধা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।#
Leave a Reply