এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার টিএমএসএস বিনোদন জগৎ এর নিজস্ব ট্রায়াল ফার্মে একসেন এগ্রিসায়েন্স বাংলাদেশ প্রাঃ লিঃ কর্তৃক আয়োজিত ক্রপ শো—২৪ অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ই নভেম্বর) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একসেন এগ্রি সাইন্স এর গ্লোবাল পিডিএস ম্যানেজার মি. একনাথরাদ্দি আলাগাওয়াদি বলেন, কৃষিতে উন্নয়ন করতে উচ্চ ফলনশীল জাতের বিকল্প নেই। সময়ের চাহিদা মোতাবেক কৃষিখাতকে ডেভেলপমেন্ট করতে একসেন এগ্রিসাইন্স বাংলাদেশকে, কৃষি ও কৃষকের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একসেন এগ্রিসাইন্স বাংলাদেশের ন্যাশনাল বিজনেস ম্যানেজার কৃষিবিদ জনাব হাবিব আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানে বগুড়া, রংপুর, পঞ্চগড়, গাজীপুর, ঢাকা, খুলনা, গাইবান্ধা, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার শতাধিক আগ্রহী কৃষক ও কোম্পানির কর্মকর্তা, পরিবেশক, ডিলার, রিটেইলারসহ দুইশতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনীতে করলা, চিচিঙ্গা, ধুন্দুল, লাউ, বরবটি, শসা, টমেটো, মরিচ, মিষ্টি কুমড়া, চাল কুমড়াসহ ১৭ টি ফসলের ১২৫ টি জাত প্রদর্শিত হয় । প্রদর্শন শেষে একসেন এগ্রিসাইন্স বাংলাদেশ প্রাঃ লিঃ বড় কর্তৃক আয়োজিত ক্রপ—শো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply