তারেক রহমানের মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না: মেয়র প্রার্থী খোরশেদ আলম
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী খোরশেদ আলম বলেছেন,আপনারা সারাদিন আওয়ামী লীগের মিথ্যা প্রচারণায় এখানে এসেছেন। আমরা বলতে চাই তারেক রহমানের মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না। তারেক রহমানকে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
আজ (১২ নভেম্বর) তার নিজ কার্যালয়ে নিয়ে একথা বলেন তিনি।
মেয়র প্রার্থী খোরশেদ আলম বলেন, আগামী নির্বাচনের জন্য অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনবো।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে আমরা বিএনপি করি। আমি সহ সকল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ফ্যাসিসবাদী সরকার ১৬ বছর ধরে অবৈধ ভাবে এ দেশকে শাসন করেছে। আমরা এ দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই।
তিনি আরো বলেন,ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের দোষরা মাথাচারা দিয়ে উঠতে চায়। তাদের প্রতিহত করতে হলে আন্দোলন সংগ্রাম করতে হবে।বিএনপির বিগত ১৬ বছর ধরে আওয়ামীলীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হতে হয়েছে। যে কোন মূহুর্তে আওয়ামীলীগের দোষররা মাথাচারা দিয়ে উঠতে পারে। তাই সকলকে ঐক্যবন্ধ হয়ে তাদের প্রতিহত করতে ঝাপিয়ে পরতে হবে।
Leave a Reply