লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
খাজা রাশেদ,লালমনিরহাট।।রেল লাইনের উপর বসে কাজের টাকা ভাগভাগি করতে গিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায়
নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
স্থানীয়রা জানান,বিকেলে বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগর রেলস্টেশন মসজিদে নামাজ আদায়ের পর নিহত ৪ জন সারাদিনের কাজের টাকা ভাগাভাগি করতে রেল লাইনের উপরে বসেন।
ঐ সময়ে,পাশেই ধান মাড়াইয়ের মেশিন চলছিল। মেশিনের শব্দের কারণে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা শান্তাহার অভিমূখী করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) কাছাকাছি চলে আসলেও ট্রেনটির শব্দ তারা শুনতে পাননি। পরে,ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে,লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে,বিষয়ে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার পর লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা পুলিশ তাদের তদন্ত শুরু করেছে।
Leave a Reply