এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশান থেকে একজন মৃত নারীর লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই নারী শহরের উত্তরসাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার (৫৩)। ৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা যায়, পৌর শহরের উত্তরসাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার গত প্রায় ১৬ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। তাঁর লাশ মহাশ্মশানের সমাধিস্থলে দাফন সম্পন্ন করা হয়েছিল। গত ৭ নভেম্বর দিনগত রাতে কে বা কারা শ্মশানের ভিতরে প্রবেশ করে গোলাপী সরকারের সমাধিস্থল খুঁড়ে সেই লাশের মাথা কেটে নিয়ে গেছে। পরদিন সকালে শ্মশানের কেয়ারটেকার প্রমোদ সরকার দৃশ্যটি দেখে লাশের পরিবারের লোকজনকে খবর দেয়। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল্লার দুইশতাধিক নারী-পুরুষ সমাধীস্থলে আসেন তাঁদের বংশের মৃতর সমাধিস্থল দেখতে। সমাধিস্থল থেকে মৃতের মাথা কেটে নেয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় মৃত গোলাপী সরকারের ছেলে রঞ্জিত সরতার বাদি হয়ে ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুরেশ সরকার বলেন, তাঁর স্ত্রী গোলাপী সরকার ১৬ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। তাঁর স্ত্রীর লাশ মহাশ্মশানের সমাধিস্থলে দাফন সম্পন্ন করেছিলেন। দুর্বৃত্তরা মাটি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে যাবে তা তিনি কল্পনাও করতে পারেন না। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদরে খুজে বের করার চেস্টা করা হবে।
Leave a Reply