খাজা রাশেদ,লালমনিরহাট৷ প্রতিনিধিঃ
শীতকালীন সবজি উঠায় স্বস্তি ফিরছে লালমনিরহাটের হাট-বাজারের কাঁচা তড়িতরকারীর দোকানে।জেলার,হাট-বাজারগুলোতে শীতকালীন সবজি উঠায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের। বেশির ভাগ কাঁচাবাজারে সবজির দাম চলে এসেছে নাগালের মধ্যে। কিছুদিনের মধ্যেই শীতকালীন সব্জির দাম আরো কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। আজ,বুধবার বিকেল ৩ টার দিকে লালমনিহাট পৌর এলাকার নয়ারহাট বাজার ঘুরে দেখা গেছে,সবজির মধ্যে কেজিপ্রতি বেগুন ৩৫- ৪০ টাকা,পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি,ফুলকপি ৪৫-৫০ টাকা,পেঁপে ১৫-২০, ঝিঙে ৪০- ৫০টাকা,লাউ পিস প্রতি ২০-৩০ টাকা,শসা ৩০-৩৫ টাকা কেজি, মুলা ৩০-৩৫ টাকা কেজি,লেবু বিক্রি হচ্ছে হালি ২০টাকা। ধনিয়া পাতা (২৫০ গ্রাম )৪০ টাকা,ছোট করলা (২৫০ গ্রাম) ২০টাকা,আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। নয়ারহাট এলাকার মোফাজ্জল (৪৫) নামে একজন ক্রেতা বলেন,কিছুদিন আগে শাক সবজির দাম অনেক চড়া দামে বিক্রি হয়েছে। কিন্তু, এখন কাঁচা সবজির বাজার বেশ স্বাভাবিক রয়েছে।পৌর এলাকার গোশালা বাজারের সবজির আড়ৎদার আলমগীর হোসেন জানান মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। আগে যারা ২/৩ বস্তা সবজি আনতো বাজারে তাঁরাই এখন ১০-১২ বস্তা পর্যন্ত সবজি নিয়ে আসছেন।আশা করছি আগামী সপ্তাহে আরো দাম কমবে সকল প্রকার শাক-সবজির।
এ ছাড়াও,জেলা সদরের বিডিআর হাট বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক শাহিন (৪২) বলেন,আমাদের ক্ষেতের নতুন সবজি গুলো বাজারে উঠতে শুরু করেছে তাই এখন কাঁচা শাকসবজির দাম কমতে শুরু করেছে।অপর সবজি বিক্রেতা জামাল হোসেন (৩৭) বলেন,সবজির দাম কমে আসায় স্বাচ্ছন্দ্যবোধ করছি।বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে বলে ও তিনি বলেন।অপরদিকে,জেলা সদরের বড় আড়ৎ বড়বাড়ি বাজার আড়ৎতের আড়ৎদার মফিজল ইসলাম ওমিঠুল মিয়া জানান বলেন বন্যা ও বৃষ্টিতে আমাদের এ এজেলা সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কিছুদিন যাবত সবজির বাজার অনেক বেশি ছিলো। বর্তমানে বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে।
Leave a Reply