এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া কাহালু উপজেলার লহরাপাড়া এলাকার মুদি ব্যবসায়ী ভিকটিম আব্দুল বাছেদ (৬২) এর ছেলে রুস্তমের সহিত আসামীদের দীর্ঘদিন যাবৎ পূর্ব শত্রুতা বিদ্যমান ছিলো। এর প্রেক্ষিতে আসামীগণ রুস্তমের পরিবারের ক্ষতি করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে এবং প্রকাশ্যে পরিবারের সদস্যদের খুন/জখম করার হুমকি প্রদান করে। ভিকটিম গত ২৯ অক্টোবর তার মুদির দোকানের বেচাকেনা শেষে বাড়িতে রাতের খাবার সেরে রাত দোকানেই ঘুমিয়ে পড়েন। ভিকটিম ফজরের নামাজের উদ্দেশ্যে ভোরে দোকানের দরজা খোলামাত্র দুস্কৃতকারী আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দোকানে প্রবেশ করে ভিকটিমের গলায় রশি পেঁচিয়ে ও হাসুয়া, রামদা, লোহার রড, লাঠি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আব্দুল বাছেদকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ভিকটিমের ছেলে বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার ৫ নভেম্বর র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া কাহালু উপজেলার বিবির পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ খালেক (৪৫), পিতা-মৃত নাছির উদ্দিন, সাং-শিলকওড়, থানা-কাহালু, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া কাহালু থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply