এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল গোপন সূত্রে রংপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার ৪ নভেম্বর র্যাব সদর দপ্তরের ইন্ট উইং এর সহযোগিতায় সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আলমগীর হোসেন সাবু (৩৬), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-দাউদপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, মোঃ বাশারুল ইসলাম (৪০), পিতা-মৃত লতিফ মিয়া, সাং-কাদিরাবাদ, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর ও শ্রী সুমন কুমার সাহা (৩৭), পিতা-শ্রী গজেন সাহা, সাং-মথুরাপুর, থানা-ধুনট। অবৈধ মাদক ব্যবসায়ীদের কাছে থাকা বিশেষ কায়দায় প্লাস্টিকের ফাইল কভারে রক্ষিত ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন (BUPRENORPHINE INJECTION I.P) উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল, ৩টি সীম, ২টি অফিসিয়াল ব্যাগ, ৪টি প্লাস্টিকের রেকর্ড ফাইল, ১টি কাভার্ড ভ্যান ও নগদ ২৭০০/- জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply