কলমে–সাবিনা সিদ্দিকী শিবা
বয়স যখন ষোল আমার,
সদ্য কলেজে উঠি।
কলেজে উঠে চিনেছি সব,
রাগোব বোয়াল পুঁটি।
মনে করোনা মাছ আবার,
হোমড়াচোমরা মানুষ,
লেখাপড়া ছেড়ে যে তারা
উড়িয়ে চলে ফানুস।
সারাদিন অলিগলি থেকে,
ভাব নিয়ে ঘুরে।
সদ্য কৈশোরে অবতীর্ন করে,
ঘুড়ির মতো উড়ে।
তখন আমাদের বাঁধ ভাঙা
উপচে পড়া সুখ।
ভালো লাগে সবাইকে যে,
নতুন নতুন মুখ।
মনের কোনে বাসা বাঁধে প্রেম
অজপাড়া গাঁয়ে।
অবারিত সবুজ রঙের ছোঁয়া,
পাল তোলা নায়ে।
যা দেখি ভালো লাগে,
নদীর বাঁকে বাঁকে।
শহরে ফিরে এলেও
মন গাঁয়ে থাকে।
নীল খামে চিঠি লেখি,
ছুঁয়ে দিয়ে সুখ।
পাখি হয়ে পোঁছে যেতাম,
দেখতে তাহার মুখ।
বিধিলিপি খেলা তখন,
বুঝা বড় দায়।
মিলনের সুখ যেনো,
কেউ যে না পায়।
পরন্ত বিকেল আজও ভাবি
আটকে বয়স কতো?
এখন আছে আবেক যেন
সেই আগের মতো।
Leave a Reply