কাজিপুর থেকেঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতি আস্থা হারিয়ে দল থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আলমপুর গ্ৰামের মৃত দেলবার হোসেনের পুত্র মোকলেছুর রহমান। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান কাজিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এই পদত্যাগের ঘোষণা দেন।মোকলেছুর রহমান বলেন,আমার উপজেলা ও পৌরসভা যুবলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের সঙ্গেও যোগাযোগ হচ্ছে না।’
মোকলেছুর রহমান বলেন, ‘আমি যুবলীগের পদ-পদবি থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কোনো ভয়-ভীতি ছাড়াই পদত্যাগ করেছি।এ বিষয়ে কাজিপুর উপজেলা ও পৌরসভা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
Leave a Reply