রুবেল আহমেদ,সিলেট জেলা প্রতিনিধি;
সিলেট জেলা জৈন্তাপুর উপজেলা কালীবাড়ী সহ ভিবিন্ন মন্দিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদে দুর্গা উৎসব।জৈন্তাপুর এবার ইতিহাস করলো বিগত বছর থেকে এবার খুবই জাঁকজমক ভাবে পূজা উদযাপন করলো জৈন্তাপুর হিন্দু সম্প্রদায়ের লোকজন।জৈন্তাপুর উপজেলা আনসার ভিজিপি’র কর্মকর্তা নাজমা বেগম বলেন জৈন্তাপুর উপজেলার ২৪ টি পূজা মন্ডপে ১৫৮ জন আনসার ভিডিপি’র সদস্যগন ডিউটি রুষ্টার অনুযায়ী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিলো।তিনি আরো বলেন এবার পূজার মত এই রকম জাঁকজমকপূর্ন অনুষ্ঠান পূর্বে আর হয়েছে কি না আমার জানা নেই ।জৈন্তাপুর কালীবাড়ী ভক্তরা গানের মধ্য দিয়ে চাঙ্গীর ফায়ার সার্ভিস সংলগ্ন রুহুল আমীন কন্টাক্টটর এর বাসার পিছনে চাঙ্গীল ডোয়ার নামক স্হানে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
বিবাহিত নারী পুরুষেরা সিঁদুর খেলায় মেতে উঠেন এবং একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। তারা এ সিদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। মুখ রঙ্গিন করে হাসিমুখে দুর্গা মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। দুর্গা মাকে বিদায় জানানোর মুহূর্তে পর্যন্ত সকলেই আনন্দ উল্লাসে সিঁদুর খেলায় মেতে উঠেন। কালীবাড়ী মন্দিরের এক ভক্ত গণমাধ্যম কর্মী’কে জানান,শান্তি শৃংখলভাবে এবার আমরা দুর্গা উৎসব পালন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা বাহিনী’র সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি। সর্বশেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গা উৎসব সমাপ্তি হয়।
Leave a Reply