কাজিপুর প্রতিনিধিঃ
‘মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা, আর তাঁর পথপ্রদর্শক হলেন শিক্ষক।’ স্বামী বিবেকানন্দের এই মহাবাক্যের মর্মার্থ অনেকটাই এমন, শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে শিক্ষক হলেন সেই মেরুদণ্ড গড়ার প্রধান কারিগর। একজন শিক্ষকের ভূমিকা ব্যতিত কোনো জাতিই শিক্ষিত জাতিতে পরিণত হতে পারে না। তবে তাকে নৈতিকভাবে উন্নত হতে হবে। তার মাঝে আদর্শ ও মূল্যবোধ থাকতে হবে- যে কারণে শিক্ষার্থীরা তাকে সম্মান করবে এবং চিরকাল সেই আদর্শকে অনুসরণ করবে। কেননা একজন ভালো শিক্ষকই দিতে পারেন ভালো শিক্ষা। হয়তো এ কারণেই শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। সমাজ গঠনে এমন গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিষয়বস্তুতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেন তারা।
এবারের প্রতিপাদ্য “শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ (Valuing teacher voices: towards a new social contract for education”)র্যালি শেষে কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম ছাইদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূগোল বিভাগের সহঃ অধ্যাপক মোঃ আব্দুল মোমিন, কলেজ পপরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি বাংলা বিভাগের প্রভাষক মোঃ রোকনুজ্জামান, শরীরচর্চা শিক্ষক শাফিউল আলম, গ্রন্থাগারিক আশরাফুল আলম প্রমূখ । এ সময় বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, কলেজ প্রশাসনিক ব্যক্তিবর্গ ও তৃতীয় চতুর্থ শেণির কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply