এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
চাকুরী বিধি লংঘন করার কারণে বগুড়ার শেরপুরের বাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৪ শিক্ষকের অপসারণের দাবিতে ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা।অভিযোগে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোছাঃ রওশন আরা, সহ সহকারী শিক্ষক মোঃ নূর আলম, সুজয়া রায় ও মোঃ আব্দুর রশিদ তাদের সরকার নির্ধারিত দায়িত্ব পালন করছেন না ও বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম বিঘ্নকরে শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষা, অর্থ হাতিয়ে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন, নিম্নমানের গাইড বই চালুর ব্যবস্থা করা, নিজেরা বসে থেকে ছাত্রদের দ্বারা পাঠদান করানো, পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রি করা, জোর পূর্বক প্রাইভেট পড়তে বাধ্য করা, প্রাইভেট ব্যবসার বিস্তার ও স্ব-স্ব আধিপত্য বিস্তারে নিজেদের মধ্যে মারামারি, অশ্লীল ভাষা ব্যবহার, ছাত্র-ছাত্রীদের সাথে দূর্ব্যবহার সহ নানাবিধি অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের পরিবেশকে ভীষণ ভাবে বাধাগ্রস্থ করছে। যুগ ব্যাপী একই প্রতিষ্ঠানে অবস্থান তাদের সেই সুযোগ সন্ধানী ব্যবস্থাপণা আরো বেশী পাকাপোক্ত করছে। এরই প্রেক্ষিতে ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যাললের শিক্ষার্থীদের অভিভবকরা।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে তদন্ত করার জন্য লোক পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পরে আপনাদের জানানো হবে।এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল কমি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের কোন প্রশ্রয় দেয়া হবেনা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হবে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply