আলমগীর চাঁদ,বিশেষ প্রতিনিধিঃ
“বীজ,সার,সেচ,যত্ন,
কৃষি উন্নয়নের মুলমন্ত্র”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে , রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার(২৪সেপ্টেম্বর)সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপি এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এ উপলক্ষে স্বাধীনতা সোপান মুক্তমঞ্চে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ ড.জামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী।আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রিফাতুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরওয়ার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মষ্টিয়া রানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদী,তানজিলা ফেরদৌস প্রমুখ।
Leave a Reply