বগুড়া ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম তৌহিদুল আলম মামুন বলেছেন, গত ১৫ বছর যারা আওয়ামী লীগ করেছে, বিএনপির কোনো নেতা যদি তাদের নিয়ে এসে বিএনপি করানোর চেষ্টা করে আগে সেসব বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি ও জমি দখল, সন্ত্রাসী নৈরাজ্যের করার চেষ্টা করে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম,এ তারেক হেলাল এর দুর্বিত্বদের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন ও তার পরিবারের সদস্যদের কথা বলেন এবং তাদেরকে সাহস দিয়ে বলেন কেউ যদি তোমাদের ক্ষতি করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি আইনগত ব্যবস্থা নেব। কোন সন্ত্রাসী কর্মকান্ডে ঠাঁই বিএনপিতে নেই। তাদের সান্ত্বনা দিয়ে বিএনপির পরিচয় যারা সন্ত্রাস নৈরাজ্য করছে তাদের উদ্দেশ্যে পরে বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিছুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ ভিপি পাশা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক, জি এস আপেল ও জি এস মুঞ্জিল হক, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাইদ মাহমুদ সুমন,সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, বিএনপি নেতা আইয়ুব আলী, শফিকুল ইসলাম, আতিকুল করিম আপেল, সোলাইমান, কবির উদ্দিন, ফজলে খোদা তুহিন, নজরুল ইসলাম, ফরাইজুল ইসলাম, দুলাল হোসন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ আলহাজ্ব জিএম সম্রাট, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জন, আব্দুল হালিম, ধুনট পৌর যুবদলের সাবেক আহবায়ক আবু তালহা শামীম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, রকিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম রানা, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক মারুফ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি’র নেতা মোঃ লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply