আনিছুর রহমান,সরিষাবাড়ী প্রতিনিধি:
ভারত থেকে আসা পানিতে প্লাবিত হয়, দেশের দক্ষিণাঞ্চল ফেণী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর সহ বিভিন্ন জেলা। পানিবন্দী হয় লাখ লাখ মানুষ। তলিয়ে যায় রাস্তাঘাট ঘরবাড়ি দোকানপাট সহ সবকিছু। বন্যা কবলিত এলাকায় প্রয়োজন হয় খাদ্যের । মিডিয়ার মাধ্যমে খাদ্যের প্রয়োজন সংবাদটি জানতে পেরে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নিজের টাইমলাইন থেকে শুরু করেন, বন্যার্ত মানুষের জন্য অর্থ সংগ্রহের কাজ। পোস্ট দেওয়ার পর বোরহানের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার অনেক শুভাকাঙ্ক্ষী আর্থিক সহযোগিতা করেন। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ একত্রিত করে বন্যা কবলিত অঞ্চল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। বিতরণ করেন রান্না করা খাবার।
বন্যা দুর্গত মানুষদের জন্য এমন মানবিক কার্যক্রম নিয়ে বোরহান বলেন, আমি যেহেতু মানুষের জন্য কাজ করি। বন্যা দুর্গত মানুষের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। জানতে পারি খাদ্যের তীব্র সংকট।তাই শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই দায়িত্ব। রান্না করা খাবার পেয়ে বোরহানের প্রতি দোয়া কৃতজ্ঞতা প্রকাশ বন্যাকবলিত এলাকার মানুষেরা।উল্লেখ্য বোরহান দীর্ঘদিন যাবত স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা নিয়ে কাজ করছেন এবং মানুষকে নানামুখী সেবা বিনামূল্যে দিয়ে যাচ্ছেন।
Leave a Reply