এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব চশমার ফ্রেম ও সানগ্লাসের বিপুল কালেকশন নিয়ে বগুড়ায় যাত্রা শুরু করেছে ‘‘ইদু হোসেন এন্ড সন্’’। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে শহরের নবাববাড়ী সড়ক সদর পুলিশ ফাঁড়ির উত্তর পার্শ্বে সালিমার সুপার মার্কেটে বিখ্যাত ব্র্যান্ড থেকে সরাসরি আমদানীকৃত ফ্রেম ও সানগ্লাসের এই শোরুমের কিতা কেটে শুভ উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস.এম আবু সাঈদ, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক নেতা মমিনুর রশিদ শাইন, মোস্তফা কামাল, মাসুদুল হাসান টুকু, মাসুদ রানা তালুকদার, অ্যাডভোকেট আকিল আহমেদ মমিন, বিপ্লব হাসান সজল, ফিরোজ হোসেনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply