এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান- ২০২৪। সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠানে শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আকতার উদ্দিন বিপ্লব, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, কেরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা সহ ১৬টি বিষয়ে মোট ৬০জনকে এই পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply