এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা ঘন্টাব্যাপী বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের বিরুদ্ধে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ছাত্রছাত্রীরা রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ কর্মসচি পালন করে।এরপর ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের নিকট স্মারকলিপি প্রদান করে অবিলম্বে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবি জানান।এ বিষয়ে জানতে চাইলে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল বলেন, আমার ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। আমরা সুনামের সহিত বিদ্যালয় পরিচালনাসহ পাঠদান করে আসছি। একটি মহল ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্রমূলক অবরোধ কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করিয়েছে।
নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সাবেক সদস্য আব্দুর রহিম বলেন, ছাত্রছাত্রীদের অভিযোগ সত্যি তাই তারা আন্দোলনে নেমেছে। আমরাও প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের পদত্যাগের দাবি জানাচ্ছি।উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার নিকট একটি স্মারকলিপি দিয়েছে তাহা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
Leave a Reply