এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সুঘাট ইউনিয়নের সাবেক আহবায়ক লুৎফর রহমান কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩১ আগস্ট শনিবার বহিস্কার করেছে বগুড়া জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কেএম হুমায়ন কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। ১ সেপ্টেম্বর রবিবার সকালে খবরটি নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু।জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সুঘাট ইউনিয়নের সাবেক আহবায়ক লুৎফর রহমান গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা করা, সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করা সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৩১ আগস্ট শনিবার জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাকে দলীয় সকল পদ পদবী থেকে বহিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদের পক্ষে প্রচারণা চালানো সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লুৎফর রহমান কে বহিস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির নামে যতি কেউ দলখবাজ, চাঁদাবাজী সহ কোন অপকর্ম করে তাহলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply