কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
আজ ১লা সেপ্টেম্বর’২৪, বাংলাদেশের ঐতিহাসিক এবং বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মহান স্বাধীনতার অন্যতম মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এরই ধারাবাহিকতায় আজ ১লা সেপ্টেম্বর’২৪ রোজ রবিবার সকালে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশের ১১ টি জেলায় আকস্মিক বন্যায় অগণিত ক্ষতি সাধনের কারণে জাঁকজমকপূর্ণ সকল কর্মসূচি বাতিল করে নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পূর্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় সংগীতের সাথে দলীয় পতাকা উত্তোলন এবং মহান স্বাধীনতার অন্যতম মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম এর সভাপতিত্বে এবং নাগরপুর উপজেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনার সভায় বক্তারা দেশের এক ঐতিহাসিক প্রয়োজনে গঠিত বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন হওয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও ইতিহাস এবং দেশ গঠনে মহান স্বাধীনতার অন্যতম মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর গৃহীত নানা পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার অন্যতম মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন আপষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু, সদ্য সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশে ১১ টি জেলায় আকস্মিক বন্যায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এই ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি এম. ফিরোজ সিদ্দিকী, মো: শরিফুল ইসলাম স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি: রেজাউল করিম রেজা, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা বিএনপির সদস্য শরীফ উদ্দিন আরজু, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারঃ) মো. নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভারঃ) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন প্রমুখ।এ ছাড়া উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
Leave a Reply