নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুরের ৬টি সামাজিক সংগঠন মিলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন।আজ ৩০ আগষ্ট কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা দিয়ে বন্যার্তদের মাঝে ৪০০ প্যাকেট ত্রাণ বিতরণ করলেন ৬ টি সামাজিক সংগঠন।
জানা যায় ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন, আশাকার পাইনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেত্রবৃন্দ।সংগঠন গুলো হল।
১। ভয়েস অব কাজীপুর
২। হৃদয়ে কাজীপুর
৩। ৯৫ এসোসিয়েশন
৪। দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন
৫। স্বপ্নফেরী-১৫
৬। এভার গ্রীন এসোসিয়েশন
৭। নিউ ড্রিমস এসোসিয়েশন
৮। কাচিহারা মানবিক সংগঠন
৯।দূর্গতিয়াপাড়া স্টুডেন্ট ক্লাব।৬টি সংগঠনের প্রায় ২০ জন সেচ্চাসেবক কাজ করেন।
Leave a Reply