ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৮নং বাহাদুরপুর ইউনিয়নের আঘোরপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ নুরুল ইসলাম (৪৩), পিতা-মৃত সামছুল হক, মাতা-সুন্দরী বেগম, সাং-আঘোর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, ২। মোঃ খায়রুল ইসলাম (৫০), পিতা-মৃত রেজাউল হক, মাতা-হজেফা খাতুন, সাং-চরহাসানপুর (গাইপাড়া), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ মাসুদুজ্জামান মামুন (৪০), পিতা-মৃত শাখাওয়াত হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-কুনিয়া, ইউপি-কলাতলা, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, ৪। মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ সাবানা, সাং-আঘোর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁদেরকে ৯০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
আটককৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ নিজ বাড়ীতে সংরক্ষণ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীর নিকট খুচরা এবং পাইকারী দরে বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী নুরুল ইসলাম তার বাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে। এরূপ সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ীর ঘরের ভিতর থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply