শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীর ঢোলভাঙ্গা (মাঝিপাড়া) নামক স্থানে যাত্রীবাহী বাস চাপায় ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনার ঘাতক বাসটিকে আটক করেছে স্থানীয় জনতা। ২৮ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা (মাঝিপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিতহদের মধ্যে একজন ভ্যানের চালক ও অপরজন ওই ভ্যানেরই যাত্রী ছিলেন।ভ্যানের ওই যাত্রীর নাম রেজাউল করিম (৪৫)। নিহত রেজাউল সদর উপজেলার খামার টেঙ্গরজানী গ্রামের আবু তাহেরের ছেলে। নিহত ওই ভ্যান চালকের নাম রুবেল মিয়া (৩৫) । তিনি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভ্যানচালক একজন যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন।
এসময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী জান্নাতি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢোলভাঙ্গার মাঝিপাড়ায় সড়কে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানেরচালকসহ ওই যাত্রী নিহত হন। স্থানীয় জনতা বাসটিকে আটক করে রেখেছে।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, ঢোলভাঙ্গা মাঝিপাড়ায় দুর্ঘটনায় আমরা দুইটি ডেড বডি পেয়েছি। আমরা দুর্ঘটনার কারণ ও নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
Leave a Reply