গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাংবাদিক সংগঠন পলাশবাড়ী প্রেসক্লাব উদ্যাোগে দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত হওয়ায় “মানুষ মানুষের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। ২৬ আগস্ট পলাশবাড়ী চৌমাথা মোড়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ কার্যক্রমটি পরিচালনা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউস মিয়া, উপদেষ্টা পাপুল সরকার, উপদেষ্টা ছাদেকুল রুবেল ও সাইদুর রহমান। এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরুতে প্রধান উপদেষ্টা বানভাসি মানুষের জন্য শুকনা খাবার, ওষুধপত্র, খাওয়ার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, নগদ অর্থসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ও অপচনশীল যেকোনো জিনিস নিয়ে পলাশবাড়ীবাসীদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এতে স্বতঃস্ফূর্ত সহায়তার হাত বাড়িয়ে দেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
Leave a Reply