ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
২৫ আগষ্ট র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের পশ্চিম পাঠান পাড়া খাঁন অটো গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-পুরাতন বাজার (স্বর্ণ পট্টি), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply