রুবেল,দিনাজপুর প্রতিনিধিঃ
রবিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের কালীমেলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, টলিন চন্দ্র রায় এর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবিতে-মানব বন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন, সাধারণ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনতা। মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে দুই পক্ষের মাঝে উত্তেজনাপূর্ণ আচরণ সৃষ্টি হয়। পরবর্তীতে ৩ দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তাদের ৩ দফা দাবির উল্লেখযোগ্য: ১. প্রধান শিক্ষকের পদত্যাগ ২. ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা ৩. নিয়োগ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত করা।
উক্ত বিষয়াবলির প্রেক্ষিতে প্রধান শিক্ষক টলিন চন্দ্র রায় জানান তার নামে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন তাই তিনি যথাযথ প্রমাণ সহ অভিযোগ দায়ের করার পরামর্শ দেন, এই অপকর্ম বা দুর্নীতির বিষয়াবলির কোন কিছুরই অবগত না বলে দাবি করেন তিনি,আরো বলেন কিছু কুচক্রী মহল এই মানববন্ধনে শিক্ষার্থীদের জোরপূর্বক বা উস্কানীমূলক ভাবে অংশগ্রহণ করাতে বাধ্য করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমুক্তি ক্ষুন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন
Leave a Reply