এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ইব্রাহিম হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ২৯ জুলাই দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম হোসেন ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।ধুনট থানার এএসআই আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধুনট থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে বিভিন্ন এলাকায় পলাতক হিসেবে জীবন-যাপন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত ইব্রাহিম হোসেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply