1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

কালীগঞ্জের ত্রাণের পণ্য কাপাসিয়ায় উদ্ধার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বামী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তির হোটেল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শুকনো খাবারের ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।সোমবার (২৯ জুলাই) রাতে কাপাসিয়া বাজারের হোটেল নূর জাহানে অভিযান পরিচালনা করে এসব ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। সত্যতা স্বীকার করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া।কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, আটক মুজিবুর রহমান কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারবিনের স্বামী এবং হোটেল নূর জাহানের মালিক। রোববার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসহায় গরিব ৫শ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনো খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতি মন্ত্রী ও তিনবারের এমপি বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই ত্রাণ সামগ্রীর মধ্যে ১৪ বস্তা ত্রাণ মাহফুজা পারভিন বিতরণ না করে তার স্বামীর হোটেল নূর জাহানে মজুত করেছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে রোববার রাতে কাপাসিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার ও মাহফুজা পারভিনের স্বামী মুজিবুর রহমানকে আটক করেছে। উল্লেখ্য, মাহফুজা পারভিন সাবেক প্রতি মন্ত্রী, ও কালীগঞ্জের তিনবারের এমপি এবং বর্তমান সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রতিবদেককে জানান, সকালে মোবাইল ফোনে কাপাসিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে কালীগঞ্জের ত্রাণ সামগ্রী উদ্ধারের বিষয়টি জানতে পারি। জেলার উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম লুৎফর রহমান মোবাইল ফোনে জানান, উদ্ধারকৃত ত্রাণ সামগ্রী কাপাসিয়া উপজেলার ১৪টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করে তালিকা জমা দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓