গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর নতুন বাজারের ঔষধ ব্যবসায়ী আল আমিন মিয়া-কে মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভিকটিম আল আমিন মিয়ার ভাতিজা মোশারফ হোসেন আপন বাদী হয়ে মোতাল্লিব মিয়া, রবিউল ইসলাম, মাসুদ মিয়া ও মাজেদা বেগমকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত রফিকুল ডাক্তারের ছেলে আল আমিন মিয়া ঔষধের দোকান দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে। এমতাবস্থায় ২৬ জুলাই রাত অনুমান ৮টার দিকে একই গ্রামের মৃত খাজা মিয়ার ছেলে আসামী মোতাল্লিব মিয়া ঔষধের দোকানে গিয়ে অসৎ উদ্দেশ্যে ঘুমের ঔষধ চাইলে বাদী তাকে দোকানে ঘুমের ঔষধ না থাকার কথা বললে আসামী মোতাল্লিব মিয়া ক্ষিপ্ত হয়ে বাদী মোশারফ হোসেন আপনকে ঔষধের দোকানে ঢুকে কিল-ঘুষি মারিতে থাকিলে তার ডাক-চিৎকারে বাজারে লোকজন এগিয়ে এসে বাদীকে মোশারফ হোসেন আপন-কে রক্ষা করে। এসময় আসামী মোতাল্লিব মিয়া বাদীকে খুন জখম সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যাওয়ার একটু পরে আসামী মোতাল্লিব মিয়া হাতে বাঁশের লাঠি সহ অন্যান্য আসামীদের নিয়ে এসে ঔষধের দোকানে ঢুকে বাদী মোশারফ হোসেন আপনের চাচা আল আমিন মিয়াকে বেধরক মারপিট করে। এসময় তাদের ডাক-চিৎকারে বাজারের লোকজন পূনরায় এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আসামীরা চলে যাওয়ার সময় বাদী ও তার চাচাকে খুন জখম সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। আসামীদের মারপিটের ফলে ঔষধ ব্যবসায়ী আল আমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। ভিকটিম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রয়েছেন।
এ ঘটনায় ভিকটিমের ভাতিজা মোশারফ হোসেন আপন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে আসামীরা বাদীকে অভিযোগ তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে বলে জানা যায়।
Leave a Reply