আনিছুর রহমান,সরিষাবাড়ী প্রতিনিধিঃ
কোটা আন্দোলনকারী নিহতদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে তিনটায় উপজেলার পৌরসভার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা নামাজ ও অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় উপজেলার পৌরসভার সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরিষাবাড়ী অনার্স কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।গায়েবানা জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে যেসব ভাইয়েরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন তারা ।ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী মাহি শাহরিয়ার। রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় অংশ নিয়েছিলেন তিনি। কথা হলে তিনি বলেন, দেশের ক্লান্তি লগ্নে ও সাধারণ শিক্ষার্থীদের যোক্তিক দাবি, এর উপর ছাত্রলীগের যে বর্বরোচিত হামলা, আমার মায়ের বুক খালি করা হচ্ছে আমার বোনের উপর অত্যাচার করা হচ্ছে এই বিষয়গুলো আমরা কেউ অজানা না। এই বিষয়গুলো নিয়ে আমরা এক প্রতিবাদ সমাবেশে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যৌক্তিক আন্দোলনে ছয়জন বীর সন্তান নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজায় অংশ গ্রহণ করছি।সরিষাবাড়ী সরকারি বঙ্গবন্ধু কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ফারাবী কবির তাসিন বলেন, গতকাল রংপুরে পুলিশের গুলিতে আমাদের আন্দোলনকারী বড় ভাই আবু সাঈদ শহীদ হন। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছি। গায়েবানা জানাজার ইমাম ও উপজেলার সাতপোয়া জামতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন বলেন, গতকাল আন্দোলনকারী ছয় ভাই তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে দুনিয়ায় বুকের থেকে চলে গিয়েছে । আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং গায়েবানা জানাজা নামাজ আদায় করছি। নামাজ শেষে সকলের জন্য দোয়া করা হবে।জানাজার নামাজ শেষে নামাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে, সালমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সালমা খাতুন মহিলা কলেজ রোড হয়ে সরিষাবাড়ী আরামনগর বাজারে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা ক্ষমতাসীন দলের নেতাদের বলতে চাই আপনার যে বলছেন বিরোধী দল বা অন্য কোন দল আমাদের আন্দোলন কে নিয়ন্ত্রন করছে এটা আপনাদের ভুল ধারণা। আমরা বিরোধী দল বা অন্য কোন দল ধারা নিয়ন্ত্রিত না, বিষয়টি আমারা খোলাসা করতে চাই। এরপর বক্তারা তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলার আল্টিমেটাম দেন।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। সারাদেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।
Leave a Reply