কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
হিজরি সালের প্রথম মাস মহরমের দশম দিনকে বলা হয় আশুরা। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ আর ‘আশুরা’ অর্থ দশম। মহরম মাসের ১০ তারিখে তাৎপর্যবহ অসংখ্য ঘটনা সংঘটিত হইয়াছে বিধায় এই দিনকে আশুরা নামে অভিহিত করা হয়।আজ ১৭জুলাই’২৪ রোজ বুধবার পবিত্র আশুরা।সমগ্র মুসলিম জাহানে এই দিবসটি গুরুত্ব সহকারে পালন করা হয়।এরই ধারাবাহিকতায় নাগরপুর দেলদুয়ার তথা টাঙ্গাইল জেলাবাসী সহ সমগ্র দেশের মুসলমান ধর্মাবলম্বীদেরকে পবিত্র আশুরার মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, দক্ষিণ টাঙ্গাইলের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন আন্দোলন সংগ্রামের একমাত্র সফল রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু।এক বিশেষ বার্তায় পবিত্র আশুরার গুরুত্ব উল্লেখ করে জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন- সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সনের ১০ মহরম হজরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন।
ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরদিন সমুজ্জ্বল হয়ে থাকবে। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে এগিয়ে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হোক।পাশাপাশি পবিত্র আশুরার মহিমায় সকলের জীবন হোক কল্যাণময়।
Leave a Reply