এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বগুড়ার বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব মো. হযরত আলী, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন, জাতীয় পর্যায়ে শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৫ জন ও জেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৯১জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply