উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২-১৫ জুলাই চার দিন ব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হয় নবগঙ্গা ডিগ্রী কলেজ এবং রানার্স আপ হয় বল্লারটোপ কলেজ। চ্যাম্পিয়ন দলকে ৩০,০০০/- টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয় । টুর্নামেন্টে ছয় গোল করে সেরা গোলদাতা হিসেবে পুরস্কৃত হন নবগঙ্গা ডিগ্রি কলেজের আশিক এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত হন একই কলেজের ফেরদৌস মিতুল । সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত হন বল্লারটোপ কলেজের নাসিম।
এ সময় শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা; মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল; আশিকুর রহমান মিকু, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply