এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাঙালীর মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত হত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকালে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজাকারের সাথে আমাদের কোনো আপোষ নেই। রাজাকার হয়ে এদেশে কেউ থাকতে পারবেন না। স্বাধীনতা বিরোধী শক্তি সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। ছাত্রলীগ এই অপশক্তিকে প্রতিহত করবে।
তিনি আরো বলেন, যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়নের চেষ্টা করবে, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার জন্য। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, সবুজ বিশ্বাস, শেখ হৃদয় মিঠু, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির, সুজন আকন্দ, সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ প্রমুখ।।
Leave a Reply