শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৫ জুলাই সোমবার দুপুর ১২টার দিকে পৌর শহরের টেংরা বাদিয়াখালী রাস্তার গোয়ালপাড়া নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগর, সামিউল এবং নাইমুল ইসলাম স্বচ্ছ নামে তিন বন্ধু একই মোটর সাইকেলে করে তীব্র গতিতে উপজেলার কিশোরগাড়ী অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পলাশবাড়ী এমএ সামাদ কারিগরি স্কুল এন্ড কলেজ পেরিয়ে অবস্থিত একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লাগে। এসময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গৃধারীপুরের সবুজ মিয়ার পুত্র সাগর (১৭) মারা যায়। মারাত্মক আহত অবস্থায় নাইমুর রহমান স্বচ্ছ ও সামিউল নামে দুইজনকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের রেফার্ড করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে নাইমুর রহমান স্বচ্ছর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সামিউলের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করা হয়েছে। এই ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply