এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহিৃত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় শহরের স্টেশন রোড সংগঠন কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংগঠন কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া জেলা শাখার আহ্বায়ক পাভেল রানা, সদস্য সচিব আজিজুর রহমান সুমন, সদস্য খোকন, সুমন, মনির, স্বপন, বজলু, রুবেল, রনি, বিপ্লব, ওবাইদুল, মহসিন, রাজ, নয়ন, কল্লল, সোহেল, মিঠু, রানা ও হাসান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে ৩০ লাখ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত করা হচ্ছে। রাজপথে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত ও নির্যাতন করা হচ্ছে।
আন্দোলনকারীরা স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ষড়যন্ত্র করছে। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা তা হতে দেবে না। উচ্চ আদালতে রায় হওয়া ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে সব ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
Leave a Reply