আশিকুর রহমান,কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দায় সোমবার গত শনিবার পানিতে ডুবে মৃত শিশুর পরিবারকে সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করেছেন ইউএনও আসাদুজ্জামান।উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের আগবগাজান গ্রামের নৃপেন্দ্র দাসের আট বছর বয়সী কন্যা শিশু বর্ষা (০৮) গত শনিবার পানিতে পড়ে মৃত্যুবরণ করে। উপজেলা প্রশাসন সহায়তা হিসেবে পরিবারটি কে ৫০ কেজি চাল, ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ৫ কেজি লবণ ৫ কেজি ডাল সহ নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসান, সাবেক ইউপি মেম্বার ফরিদ মিয়া, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু ও অফিস সহকারী তরিকুল ইসলাম।উপজেলা প্রশাসনের পক্ষ হতে মৃতার পরিবার কে সর্ব প্রকার সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেছেন কলমাকান্দা ইউএনও আসাদুজ্জামান।
Leave a Reply