কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধি:
অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আগামী ২০শে জুলাই’২৪ রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকার সময় নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আন্তঃকিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ’২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মো: ইকবাল বাহার চৌধুরী।উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার হাসনাত জামিল এবং প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব শাফায়েত হোসেন।এছাড়াও উক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নাগরপুর উপজেলার সুধীজন এবং সমিতির আওতাভুক্ত সকল কিন্ডারগার্টেন এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক উপস্থিত থাকবেন।
উক্ত বিষয়টি নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক ও সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন- আগামী ২০শে জুলাই’২৪ রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকার সময় নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও আন্তঃ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে আমি নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পক্ষ হতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
Leave a Reply