নুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার একটি মানবিক সাহায্যের আবেদন।সোয়েবুর রহমান সোয়েব বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া মেধাবী ছাত্র।আমার/আমাদের দেখা মতে পাচ ওয়াক্ত নামাজ পড়া, সহজ সরল, সাধা মনের, নীরব প্রকৃতির মানুষটা আজ লিভার সিরোসিসের মাধ্যমে মরন ঘাতক ক্যান্সারে আক্রান্ত।
তাকে বাচাতে হলে (ডাক্তারদের পরামর্শে) দেশীয় চিকিৎসার পরে সর্বশেষ প্রচেষ্টা বিদেশে জরুরী ভিক্তিতে লিভার ট্রান্সপ্লান্ট, সেই জন্য প্রয়োজন ৫০,০০০০০ লক্ষাধিক টাকার বেশি, নিম্ন মধ্য বিত্ত পরিবারে একার পক্ষে এ চিকিৎসার ব্যয়ভার বহন অসম্ভব।তাই আমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের নিকট আমার আকুল আবেদন আমরা/ আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় হয়তো সোয়েব পূনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এমতাবস্থায় সাধ্য অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতা কামনায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার বড় ভাই শামিমের নাম্বার (বিকাশ ও নগদ) পারর্সোনাল ০১৭১৫-৯৬৮১৪৯।
Leave a Reply