মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের সরকার অনুমোদিত দেশি মদের দোকানে হামলার প্রতিবাদে ও মদের দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী ও হরিজন সম্প্রদায়ের মানুষজন।১৩ জুলাই শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা চত্বর থেকে এ ভিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এ সময় বক্তব্যে আদিবাসী ও সম্প্রদায়ের মানুষজন বলেন, আমরা মদ না খেলে কাজ করতে পারি না। আমরা মদের দোকান খোলা চায়।আদিবাসী মানিক বলেন, আমরা গরীব মানুষ, আমাদের শাহজাদপুরে সরকারি অনুমোদিত দেশি মদের দোকানে কেনো হামলা করা হলো। আমরা অনেক নোংরা কাজের সাথে লিপ্ত থাকি আমরা সুইপারদের কাজ করি। আমরা ময়লা ফেলি গুগু ফেলি এমন কি প্রত্যেকটা সরকারি অফিসের কাজের সাথে যুক্ত থাকি। এসব কর্ম করে মদ খেলে আমাদের ভালো লাগে।
আমরা ভুলে যায় ময়লা ফেলানোর কথা গুগু ফেলানোর কথা। আমাদের দাবী মদের দোকান খুলে দেওয়া হোক না হলে পরবর্তীতে আমরা যোগদান আন্দোলন চালাবো। এমনকি আমরা সকল কাজকর্ম থেকে বিরত থাকবো এবং আজকে থেকে আমাদের সব কাজকর্ম বন্ধ থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা।
Leave a Reply